নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জের লোমহর্ষক ৭ খুন মামলায় প্রধান আসামি নূর হোসেন সহ ২৬ জনের ফাঁসির রায় হয়েছে। আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে অপর ৯ আসামিকে। সোমবার সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিদের মধ্যে হত্যাকাণ্ডের সময়কার র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) তারেক সাঈদ মোহাম্মাদ এবং অন্যান্য কর্মকর্তা মেজর (বরখাস্ত) আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার (বরখাস্ত) মাসুদ রানাও রয়েছেন।
এই মামলার আসামি ৩৫ জন। এর মধ্যে ১২ জন পলাতক। অন্য ২৩ জন আসামি রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন।
প্রায় ৩ বছর আগে সংঘটিত এ হত্যা মামলার সাক্ষী ছিলেন ১২৭ জন। এর মধ্যে আদালত ১০৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
Leave a Reply