‘স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে’ এই স্লোগান সামনে রেখে সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
সিলেট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবন্ধী শিশুদের নিয়ে কর্মরত বেসরকারি সংগঠনগুলো যৌথভাবে এর আয়োজন করে।
মহানগরী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেটের জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচলক নিবাস রঞ্জন দাশের সভাপত্বিতে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মনিরুজ্জামান ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো শহিদুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ ও সাংবাদিক আফতাব চৌধুরী।
Leave a Reply