তাহিরপুর প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপেজলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর ছিল, বৃক্ষরোপণ ও পাবলিক লাইব্রেরিতে উপজেলা প্রশাসনের আলোচনা সভা। এছাড়া দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তুজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার রফিকুল ইসলাম ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন।
বাদাঘাট ডিগ্রি কলেজ ও বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
Leave a Reply