নিজস্ব প্রতিবেদক : নানা কর্মসূচিতে বৃহস্পতিবার সুনামগঞ্জ মুক্ত দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।
সেখানে সকল শহীদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, পৌর মেয়র নাদের বখত ও দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক।
এ সময় জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেন, নতুন প্রজন্ম যাতে এ ঐতিহাসিক দিনটি সম্পর্কে আরো বেশি জানতে পারে সে লক্ষ্যে জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
Leave a Reply