সাংস্কৃতিক প্রতিবেদক : সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীর তৃতীয় দিন শনিবার সন্ধ্যা ৭টায় কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ হয় নাটক বধ্যভূমিতে শেষ দৃশ্য। নাট্যমঞ্চ সিলেট মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে কাজী মাহমুদুর রহমানের লেখা এ নাটকটি মঞ্চে নিয়ে আসে।।
বধ্যভূমিতে শেষ দৃশ্য নাটকের নির্দেশনায় ছিলেন, রজত কান্তি গুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, কনক আচার্য্য, স্বর্ণা ব্যানার্জী, সাহিদা বিনতে হাসান, রজত কান্তি গুপ্ত, মরিয়ম নুসরাত টুম্পা, মুহিতুর রহমান রনি, ইয়ামিন ওসমান, অনুভব বাপ্পু, মাহমুদ হাসান, বাপ্পি কুমার মজুমদার, ইমরান ওসমান, কাজী শফিউল আলম ইমন, এ এম মামুন-অর-রাফি, জান্নাতুল নওশীন আভা, জাহিদ হাসান শুভ, কাজী মুহাম্মদ শাহজাহান, আবু জাহিদ ভূঁইয়া, শফিকুল ইসলাম, শরিফ উদ্দিন, জয়নাল আহমেদ, আব্দুল আজিজ, মনজুর রহমান, মোহাম্মদ তামজিদ, এস এম সাদিক, খোশনূর আক্তার মৌমী, তাহেরা বেগম চৌধুরী, মাহমুদুল হাসান খান মাহী, আবু কায়সার, মাহদি হাসান ও শাহ তাহমিন সাকিব।
নাটকটিতে একাত্তরে যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশের শত সহস্র বধ্যভূমির কথা বলা হয়। ফুটিয়ে তোলা হয় গল্লামারী বধ্যভূমির নৃশংসতার চিত্র। বর্বর পাক সেনারা কিভাবে নির্যাতন চালিয়ে কয়েকজন মানুষের স্বপ্ন ও মুক্তির চিন্তাকে হত্যা করে তা এতে উঠে আসে।
Leave a Reply