সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীর পঞ্চমদিন সোমবার সন্ধ্যা ৭টায় কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ হয় নাটক ‘মুল্লুক’।
চা শ্রমিকদের জীবন কাহিনী নিয়ে রচিত নাট্যালোক সিলেটের প্রযোজনা ‘মুল্লুক’ রচনা করেছেন বাকার বকুল। নির্দেশনায় ছিলেন, খোয়াজ রহিম সবুজ। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, নূরজাহান জেসমিন, ফারজানা জাহান শারমিন, শাহ শরিফ উদ্দিন (অতিথি), জুবায়ের আহমদ, তারিকুল ইসলাম পাপ্পু, সাজ্জাদ হোসেন শুভ, ফারহীন জাহান নুবা, সাহিদুজ্জামান সুজন, বাবুল আহমদ, পিংকী রায়, নাহিলা খানম, আরিফুল ইসলাম, এনামুল হক (অতিথি), দিলোয়ার আহমদ, ফারহানা জাহান তারিন ও রিজভি আরিফ দীপন।
চা বাগানীয়াদের আপন ভূখণ্ডে ফেরা, বংশ পরম্পরা, ইংরেজদের দাসত্ব ভাঙা কিংবা পাকিস্তানি সামরিক শাসকের বিরুদ্ধে তাদের গোষ্ঠীগত শক্তি ক্ষুদ্র; কিন্তু মনের ভেতরে পাক খেতে থাকে দাসত্ব ভাঙার স্বপ্নরাশি। চা শ্রমিক জনগোষ্ঠীর লড়াই-সংগ্রামের ইতিহাসকে এক বৃদ্ধার জীবনের নানান পর্যায়ের মধ্য দিয়ে দেখার চেষ্টা করা হয়েছে নাটকে। ‘ইতিহাস পাঠ নয় ইতিহাস-আশ্রয়ে নাটক’ এই বিষয়ে সতর্ক উপলব্ধিই ‘মুল্লুক’ নাটকের গঠন কাঠামো।
নাটক শেষে নাট্যালোক সিলেটের কর্মীদের হাতে উৎসব স্মারক তুলে দেন নাট্য পরিষদ সিলেটের প্রাক্তন সভাপতি নাট্যজন অম্বরিষ দত্ত ও সিলেট ক্যাবল সিস্টেমস লিমিডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট জুনেল আহমেদ।
Leave a Reply