সাংস্কৃতিক প্রতিবেদক : সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীর ষষ্ঠ দিন মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ হয় নাটক ‘এই রোদ এই বৃষ্টি’। একটি প্রেমের সর্ম্পকের মধ্যে হাস্য রসাত্মক টানা-পোড়েন নিয়ে রচিত থিয়েটার বাংলার প্রযোজনা নাটক এই রোদ এই বৃষ্টি’ রচনা করেছেন মমতাজ উদ্দিন আহমেদ। নির্দেশনায় ছিলেন, অপু কুমার সেনাপতি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, অপু কুমার সেনাপতি, এমরান আহমেদ রুবেল, শিমুল আক্তার, আব্দুল মুন্সী, গোবিন্দ দেব, মোর্শেদ তালুকদার নির্ঝর, গোপাল সূত্রধর ও তাজ্জুদ কামালী।
নাটক শেষে থিয়েটার বাংলার কর্মীদের হাতে উৎসব স্মারক তুলে দেন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন ও প্রবীণ নাট্যকর্মী জহির খান লায়েক।
Leave a Reply