নিজস্ব প্রতিবেদক : সিলেটে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সম্মিলিত নাট্য পরিষদের যৌথ উদ্যোগে নাট্যকর্মীদের জন্যে আয়োজিত তিন দিনব্যাপী রূপসজ্জা বিষয়ক কর্মশালা শেষ হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি, মিশফাক আহমদ চৌধুরী মিশু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা কাজী আরিফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমদ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দ, পরিচালক চম্পক সরকার ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
মঙ্গলবার শারদা স্মৃতি ভবনে সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে এই রূপসজ্জা কর্মশালা শুরু হয়। সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ সনদপত্র বিতরণ করেন।
Leave a Reply