সিলেটের সংস্কৃতচর্চার প্রাণকেন্দ্র শারদা স্মৃতি ভবনে নাট্যকর্মীদের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ তীব্র নিন্দা জ্ঞাপন করে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন এক বিবৃতিতে এই দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, যারা সিলেটের সংস্কৃতিচর্চাকে বিনষ্ট করতে চায়, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবেনা।
তারা বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই দুর্বৃত্ত ও দুষ্কৃতকারীরা তৎপর হয়ে উঠছে। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
Leave a Reply