নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় বুধবার, ৭ জুন সংঘটিত ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারের জন্যে ২ লাখ টাকা ও আহত প্রত্যেকের জন্যে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মহিদুল ইসলাম শুক্রবার, ৯ জুন ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে আহতদেরকে দেখতে যান। সেখানে তিনি প্রত্যেকের চিকিৎসার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন।
নিহতদের পরিবারগুলোর কাছে খুব শিগগির আর্থিক সহায়তার চেক পৌঁছে দেওয়া হবে।
সরকার থেকে সর্বমোট ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
Leave a Reply