সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ৩২ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে নাজিরবাজারে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিজিই রোটারিয়ান আতাউর রহমান পীর, আইপিপি রোটারিয়ান হানিফ মোহাম্মদ, আইপিএস সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, রোটারিয়ান মঞ্জুর আল বাসেত, রোটারিয়ান আক্তার আহমদ, রোটারিয়ান হাবিব আল নূর, রোটারিয়ান স্বপ্না বেগম, রোটারিয়ান সাইফুল ইসলাম চৌধুরী, রোটারি ক্লাব অব মিডটাউনের পিপি রোটারিয়ান জামাল আহমদ, সেলাই প্রশিক্ষক ফাতেমা বেগম ও কোঅর্ডিনেটর শহিদ আহমদ।
Leave a Reply