নিজস্ব প্রতিবেদক : সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় আলুভর্তি ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে সংঘটিত দুর্ঘটনার তদন্তে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার, ৮ জুন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেককে সভাপতি, সিলেট মহানগর পুলিশ কমিশনারের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (সড়ক) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংবিভাগের বিভাগীয় প্রধানের প্রতিনিধিকে সদস্য এবং বিআরটিএ সিলেটের সহকারী পরিচালককে (ইঞ্জিনিয়ারিং) সদস্য সচিব করে জেলা প্রশাসন এই তদন্ত কমিটি গঠন করেছে।
এই তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও সুপারিশ প্রণয়ন করবে।
উল্লেখ্য, এই দুর্ঘটনায় ১৪ জন মারা যান। আহত হন ১১ জন। এর মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার, ভোরে বাদশা (২২, পিতা মায়েদ নূর, ভাটিপাড়া, দিরাই, সুনাসমগঞ্জ) নামের আরেক জন মারা যান।
Leave a Reply