সিলেটে স্কলার্সহোমের শিক্ষার্থী ফাবিয়ানের উন্নত চিকিৎসার ব্যয়ভার স্কুল কর্তৃপক্ষের বহন ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবিতে সিলেটে সংক্ষুব্ধ নাগরিক বন্ধন করা হয়েছে।
রবিবার বিকেলে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের উদ্যোগে কেন্দ্রীয় শহিদমিনারে এর আয়োজন করা হয়।
অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের সমন্বয়ক আব্দুল করিম কিম, ফাবিয়ানের মামা সৈয়দ ফয়সল আহমদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজু আহমেদ বাবলা ও চারুশিল্পী সমন্বয় পরিষদের সদস্য সচিব শামসুল বাসিত শেরো।
Leave a Reply