নিজস্ব প্রতিবেদক : জলবায়ু অর্থায়নে উন্নত দেশের প্রতিশ্রুতির বাস্তবায়ন, সবুজ জলবায়ু তহবিল হতে তহবিল সংগ্রহ এবং তা ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিতকরণের দাবিতে সিলেট মহানগরীতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি-সনাক, সিলেটের উদ্যোগে কেন্দ্রীয় শহীদমিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে ৭ই নভেম্বর থেকে ১৮ই নভেম্বর অনুষ্ঠিতব্য কপ-২২ মারাকেশ, মরক্কো সম্মেলনকে সামনে রেখে টিআইবির দাবিসমূহ উপস্থাপন করা হয়।
দাবিসমূহ পাঠ করেন সনাক সিলেটের ইয়েস গ্রুপের সদস্য সৌরভ দেবনাথ। মানবন্ধনে জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবীর, সনাক সদস্য ফারুক মাহমুদ চৌধুরী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেটর সাবেক সভাপতি রামেন্দ্র কুমার বরুয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিলেটের উপদেষ্টা নুরুন নাহার বেবী, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু ও টিআইবি সিলেটের এরিয়া ম্যানেজার কমল কৃষ্ণ সাহা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং সনাক ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply