নর্থ বেঙ্গল সোসাইটি সিলেটের উদ্যোগে পবিত্র রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহানগরীর পূর্ব জিন্দাবাজারে একটি অভিজাত হোটেল মিলনায়তনে বুধবার আয়োজিত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. রবিউল ইসলাম। সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের পরিচালনায় এতে অতিথি ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির। রমজান মাসের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া করেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল সোসাইটির কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মো. মুকুল হোসেন জিন্নাহ, সহসভাপতি খন্দকার মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক (১) প্রকৌশলী মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক (২) মো. আখতারুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মো. শাহজালাল জুয়েল, দফতর সম্পাদক মো. মিনহাজ, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. আব্দুল আলীম, আইসিটি ও প্রচার সম্পাদক মো. সুলতান মাহমুদ ও মহিলা বিষয়ক সম্পাদক প্রকৌশলী রওশন আরা নুপুর।
উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহবুবুল আলম মিলন ও আব্দুর রশিদ। এছাড়াও সংগঠনের সদস্য সিলেটে অবস্থান দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলার বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply