নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সিন্ডিকেটের ৯ম সভা সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজস্ব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপাচার্য ড আতফুল হাই শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মনোনীত সদস্য ড এম এ গণি, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সদস্য ডা মোহাম্মদ আফজল মিয়া ও ডা শাহরিয়ার হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ এ এফ মুজতাহিদ, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া ও ডেপুটি রেজিস্ট্রার মো শাহজাদা আল সাদিক উপস্থিত ছিলেন।
সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত গৃহিত হয়।
এছাড়া সভায় পূর্ববর্তী সভাসমূহের সিদ্ধান্তগুলোর অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
Leave a Reply