বাংলাদেশ গণিত সমিতি-এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ১৩ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২২ সিলেট অঞ্চলের প্রতিযোগিতা নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে শুক্রবার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে দুপুরে প্রতিযোগিতার প্রশ্ন ও উত্তর পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা মোহাম্মদ আফজল মিয়া। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড মো সাজেদুল করিম, বিভাগীয় প্রধান প্রফেসর ড মো মাহবুবুর রশিদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড মো শাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সরকার মো সোহেল রানা এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সিলেট অঞ্চলের আয়োজক কমিটির আহবায়ক তাসনিম জাহান।
প্রতিযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সঞ্জয় কুমার রায় প্রথম, গণিত বিভাগের ইমরান আহমেদ আসিফ দ্বিতীয়, পরিসংখ্যান বিভাগের মো ইমন প্রধান তৃতীয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৌহিদুর রহমান চতুর্থ, সিএসই বিভাগের প্রশান্ত দাস পঞ্চম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের আবু মো আব্দুল মজিদ শাওন অষ্টম ও প্রিয়তু রানী রায় নবম স্থান অধিকার করে।
এছাড়া মুরারী চাঁদ কলেজের গণিত বিভাগের মেহদী হাসান শাকিল ও মো মেসবাহ উদ্দিন যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থান এবং লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের রেফা তাসফিয়া চৌধুরী দশম স্থান অধিকার করে।
অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সর্টিফিকেট তুলে দেন।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আল মেহদী সাদাত চৌধুরী।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের শেখঘাট ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস জাতীয় পতাকা, ট্রাস্টি বোর্ডের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী (এলিম) নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশের পতাকা ও শাবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপক প্রফেসর ড মোহাম্মদ সাইফুল ইসলাম গণিত অলিম্পিয়াড পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পরে উপাচার্য বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
উল্লেখ্য, এই প্রতিযোগিতার মাধ্যমে সিলেট অঞ্চলের নির্বাচিত উল্লিখিত ১০ প্রতিযোগী আগামী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply