নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে স্প্রিং-২০২৩ সেমিস্টারে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য ৬ ডিসেম্বর ভর্তি মেলা শুরু হয়েছে। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস তিন দিনব্যাপী ভর্তি মেলা উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ডা রঞ্জিত কুমার দে ও রেজিস্ট্রার মো শাহজাদা আল সাদিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন ভর্তি মেলা আয়োজক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মো শামসুল কবীর।
উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ মধ্যবিত্ত অভিভাবকদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের বিভিন্ন আর্থিক সুবিধা দিচ্ছে।
প্রথম দিনেই নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শেখঘাট ক্যাম্পাস ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply