নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের মিউজিক্যাল ব্যান্ড ‘কসমিক-রে’র ২০২২-২৩ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে এক সভা মহানগরীর তালতলায় একটি অভিজাত হোটেলে শুক্রবার অনুষ্ঠিত হয়।
মাজহার বিন আজহারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো শামছুল কবির এবং কসমিক-রের উপদেষ্টা প্রভাষক মো আমীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কসমিক-রে’র প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি রেদোয়ান আহমেদ, সাবেক সভাপতি জাহিন আহমেদ, সদ্য সাবেক সভাপতি রিয়াজ মুর্শেদ সুর্হিদ, সাবেক সহসভাপতি মাশুক আহমেদ ও শফি মোহাম্মদ, সাবেক ব্যান্ড ম্যানেজার সুদীপ্ত হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক সাফওয়ান মাহাদী রাহাত, কালচারাল ক্লাবের সাবেক সভাপতি ওমর হাসান শান্ত ও প্রাক্তন পারফর্মার সোলেমান আজাদ।
প্রভাষক মো আমীর হোসেন কসমিক-রে’র মিউজিক্যাল স্কুলের উদ্বোধন করেন। প্রতিষ্ঠাতা সদস্য রেদওয়ান আহমেদ ঘোষণা করেন, সংগঠনের ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটি। এতে নির্বাচিতরা হলেন, সভাপতি মাজহার বিন আজহার, সহসভাপতি কৌশিক আচার্য, সহসভাপতি দীপা সিংহা, সহ-সভাপতি শাহাদাত আহমেদ নাবিল, সাধারণ সম্পাদক সাব্বির হাসান খান, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ, সহসাধারণ সম্পাদক ফজলে রাব্বি, ব্যান্ড লিডার এন দিব্যন্দু সিংহ রৌদ, ব্যান্ড ম্যানেজার সবরুল করিম, কোষাধ্যক্ষ সালমান আহমেদ, অফিস সেক্রেটারি নাদেল আসিফ অয়ন, সাংগঠনিক সম্পাদক সজীব দেবনাথ শোভন ও সহসাংগঠনিক সম্পাদক অম্লান যতি রায়। অনুষ্ঠানের আলোকচিত্র গ্রহনের দায়িত্বে ছিলেন অংকুর দেব।
পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply