নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির আহবায়ক এনইইউবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আল মেহদী সাদাত চৌধুরীর পরিচালনায় লাইভ অনলাইনে অনুষ্ঠিত এই কুইজ প্রতিযোগিতায় পর্যায়ক্রমে বিজয়ী হন, মো রাসেল ইসলাম, জাকারিয়া জুবায়ের রাহী, তন্বি দত্ত, মো জিসান ফারদিন, জুনেদ খান, মো সাব্বির, আফসানা আবেদীন অরুনী, মো মহসিন আলী, রাবেয়া আক্তার ও সাদিয়া ইসলাম বুশরা।
প্রতিযোগিতার সর্বোচ্চ শেয়ার ও লাইক প্রদান করে বিজয়ী হয়েছেন সানজিদা সুইটি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ডা রঞ্জিত কুমার দে, প্রফেসর মো তানভীর আহমেদ চৌধুরী, রেজিস্ট্রার শাহজাদা আল সাদিকী, সহকারী অধ্যাপক মো মিজানুর রহমান ও প্রভাষক মো শাহদাত হোসেইন পারভেজ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply