সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে শনিবার সকালে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ মিলনায়তনে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড তোফায়েল আহমদ, সহযোগী অধ্যাপক আবুল হাসানাত ইবনে আবেদীন ও সহযোগী অধ্যাপক আহসান হাবিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে মাদকের ভয়াল ছোঁবল ও এর প্রভাব নিয়ে সমাজের সকল শ্রেণি বিশেষ করে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ রা হয়। বক্তব্য রাখেন, সিলেট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো তাজুল ইসলাম।
Leave a Reply