নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ইংলিশ কাউন্সিলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইংরেজি বিভাগের প্রধান শামসুল কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপাচার্য অধ্যাপক ড আতফুল হাই শিবলী। বিশেষ অতিথি ছিলেন, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, অধ্যাপক ডা রঞ্জিত কুমার দে, সহযোগী অধ্যাপক তানভীর আহমেদ চৌধুরী ও এম সি কলেজের অধ্যাপক ড আফরোজা খানম। অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
Leave a Reply