নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন ও বিচার বিভাগরে ৩য়, ৪র্থ ও ৫ম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উপলক্ষে রবিবার বিদায় সবংর্ধনার আয়োজন করা হয়।
এনইইউবি মিলনায়তনে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ‘ল’ ফোরামের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইন ও বিচার বিভাগের প্রধান আবুল হাসনাত ইবনে আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপাচার্য অধ্যাপক ড আতফুল হাই শিবলী, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, প্রক্টর রথিন্দ্র চন্দ্র গোপ ও উপ রেজিস্ট্রার শাহজাদা আল সাদিক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আইন ও বিচার বিভাগের প্রভাষক গোলাম ফারুক রাসেল, মো ফরিদুজ্জামান, সহকারী অধ্যাপক জাকির হোসেন ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো শামসুল কবীর।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
Leave a Reply