নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আল মাহির ফেরদৌস মাহি চিকিৎসা ও মানবসেবায় বিশেষ অবদান রাখায় ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটসের মানবাধিকার শান্তি পদক-২০১৭ লাভ করেছেন।
বুধবার বিকেলে ঢাকার সেগুনবাগিচায় প্রফেসর আখতার ইমাম অডিটোরিয়াম ‘শ্রমিকের অধিকার রক্ষায় ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি মো জয়নুল আবেদীনের হাত থেকে তিনি পদক গ্রহণ করেন।
ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটসের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুল আহসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ভাষা সৈনিক রেজাউল করিম। প্রধান আলোচক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটসের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মো আনোয়ার হোসেন, করাপশন নিউজ এজেন্সির সম্পাদক ফরদ খান প্রমুখ।
Leave a Reply