হবিগঞ্জ প্রতিনিধি : নরসিংদী কলেজের অধ্যক্ষ ড আনোয়ারুল ইসলামের উপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে কলেজের সামনের রাস্তায় এ প্রতিবাদী কর্মসূচি পালন করেন।
এতে বক্তৃতা করেন, অধ্যক্ষ সত্যেন্দ্র কুমার শীল, উপাধ্যক্ষ নাজমুল হক, সহকারী অধ্যাপক বারাকাত উল্ল্যা, হারুন উর রশিদ ও প্রভাষক সায়মা হক।
মানববন্ধনে বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
Leave a Reply