নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার ভিটিখৈনকুট গ্রামে স্কুলছাত্রী আজিজাকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি বিউটি বেগম সহ দুই নারীকে র্যাব-৯ সিলেটের বিশ্বনাথ থেকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার ভোররাতে উপজেলার মীরেরগাঁও থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আজিজার চাচা আব্দুস সালামের স্ত্রী বিউটি বেগম ও উত্তর কামালপুর গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী সারোয়ারা বেগম ।
সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব-৯ এর সহকারী পরিচালক মেজর জমসেদুর রহমান জানান, আজিজা হত্যার পর বিউটি বেগম ও সানোয়ারা বেগম পালিয়ে মীরেরগাঁওয়ে একটি বাড়িতে আত্মগোপন করে।
শুক্রবার দুপুরে তিন-চারজন যুবক আজিজাকে জোর করে একটি অটোরিক্সায় তুলে নিয়ে যায়। রাত ৯টার দিকে বাড়ির কাছে একটি কাঁঠাল বাগানে চিৎকার শুনে আত্মীয়স্বজনরা ছুটে গিয়ে তাকে হাত-পা বাঁধা ও ঝলসানো অবস্থায় পান। পরদিন ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Leave a Reply