নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দিলীপ রায় (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের ইমামবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত ৩ জনের মধ্যে ২ জনকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত দিলীপ রায় উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের মৃত দিগেন্দ্র রায়ের ছেলে।
পুলিশ জানায়, নবীগঞ্জ থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহী বাস ও বিপরিত দিক থেকে আসা অটোরিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে অটোযাত্রী দিলীপ রায় ঘটনাস্থলেই নিহত এবং অপর যাত্রী সিকান্দারপুর গ্রামের মৃত ব্রজেন্দ্র দাশের ছেলে সুশান্ত দাশ (৫৫) ও তার মেয়ে রিম্পি দাশ (২০) এবং চৌকি গ্রামের নিরাপদ দাশের ছেলে সুমন দাশ (৩৩) আহত হন। এর মধ্যে সুশান্ত দাশ ও রিম্পি দাশকে সিলেট পাঠানো হয়েছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
Leave a Reply