নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা লোকনাথ সেবা সংঘের উদ্যোগে দামোদর মাস উপলক্ষ্যে বার্ষিক রাখের উপবাস শনিবার অনুষ্ঠিত হয়েছে।
পাঁচ শতাধিক নারী-পুরুষ পুণ্য লাভের আশায় উপবাস থেকে ২ ঘণ্টাব্যাপী নীরবতা পালন করে ও ঘৃত প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এ ব্রত পালন করেন। পরে পুকুরের পানিতে প্রদীপ ভাসিয়ে দিয়ে উপবাস শেষে ব্রত সমাপ্তি করা হয়।
রাখের উপবাস উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় গীতাপাঠ করেন সঞ্জয় দাশ। উপজেলা লোকনাথ সেবা সংঘের সভাপতি সুখেন্দু পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাশের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, গোবিন্দ জিউড় আখড়া কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, পারমার্থিক পাঠক ফোরামের সভাপতি অজিত কুমার দাশ, উপজেলা লোকনাথ সেবা সংঘের সাবেক সভাপতি নিতেশ চন্দ্র রায়, সাবেক সাধারণ সম্পাদক রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু নীলকণ্ঠ সূত্রধর, সুজিত পাল, বিপুল চক্রবর্ত্তী, বিপুল দাশ ও রজত দাশ।
Leave a Reply