নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল এবং স্বাস্থ্য সহকারী সুমী রানী পালের মেয়ে সেজুঁতি পালের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে পৌর এলাকার কানাইপুর অঞ্জলী নিকেতনে অনুষ্ঠানের আয়োজন হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক পৌর কৃষক লীগের সভাপতি প্রমথ চক্রবর্ত্তী বেনু, গয়হরি গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি গোপেশ চন্দ্র দাশ, নবীগঞ্জ আইডিয়াল মহিলা কলেজ পরিচালনা পরিষদ সভাপতি নিরুপম দেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজির আহমেদ, পরিচালনা পরিষদ সদস্য শিক্ষক রাজীব দাশ, অদিতি পাল, শাম্মি পাল, সীমা পাল, জীবন ভট্টাচার্য্য, শ্যামল কুমার পাল, নারায়ন পাল, প্রবীর কুমার পাল, পরিমল পাল, পংকজ পাল, বাবু পাল, ঝুমা পাল, সুপ্তা পাল, কংকা পাল, সূচনা পাল প্রমুখ।
Leave a Reply