হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার গত নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার রাহেল চৌধুরী হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন জানান; কিন্তু ম্যাজিস্ট্রেট ঝুমুর সরকার দীর্ঘ শুনানি শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
দুপুর সোয়া ১টার দিকে রাহেল চৌধুরীকে হবিগঞ্জ শহর থেকে ৫ কিলোমিটার দূরে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
গোলাম রসুল চৌধুরী রাহেল নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের গোলাম রব্বানী চৌধুরীর ছেলে এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিনের জামাতা।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালে নবীগঞ্জ পৌরসভা নির্বাচনের দু’দিন আগে ১৫ জানুয়ারি আওয়ামী লীগের মেয়র প্রার্থী রাহেল চৌধুরী বিএনপির মেয়র প্রার্থী ছাবির আহমেদ চৌধুরীর সমর্থকদের উপর হামলা চালান। একপর্যায়ে ছাবির আহমেদ চৌধুরীর চাচাতো ভাই শফিক আহমেদ চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করেন। এতে তিনি গুরুতর আহত হলে দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসার পর শফিক আহমেদ চৌধুরী সুস্থ হন।
এ ঘটনায় মামলা দায়ের করা হলে মামলাটি এফআইআর হয়; কিন্তু পুলিশ আসামিকে গ্রেফতার না করায় শেষপর্যন্ত মামলাটির তদন্তভার পড়ে পিবিআইর উপর। পিবিআই তদন্ত করে গত ৩০ মার্চ অভিযোগপত্র দেয়। আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অতঃপর রাহেল চৌধুরী আদালতে আত্মসমর্পণ করেন।
Leave a Reply