উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত। নির্বিঘ্নে ভোটগ্রহণ নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন ইতোমধ্যেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
শুক্রবার দুপুর থেকে নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ সরঞ্জাম পাঠানো শুরু হয়। প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের বাড়ি বাড়ি ভোটার ক্রমিক নম্বর ও ভোটকেন্দ্র উল্লেখ করা টোকেনও পৌঁছে দেওয়া হয়েছে, যাতে ভোটকেন্দ্র থেকে এসব তথ্য সংগ্রহ করতে গিয়ে সময় নষ্ট না হয়।
নবীগঞ্জে নির্বাচনের দিন পরিবেশ স্বাভাবিক রাখতে মোতায়েন থাকছেন পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। মোট ১০টি কেন্দ্রে থাকছেন দুই জন অতিরিক্ত জেলা প্রশাসক, একজন বিচারিক হাকিম, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২০ জন র্যাব সদস্যের ২টি স্ট্রাইকিং ফোর্স, ৫ জন করে পুলিশের ৫টি ভ্রাম্যমাণ দল, ৭ জন করে পুলিশের ২টি স্ট্রাইকিং টিম ও ২ প্লাটুন বিজিবি সদস্য। এছাড়া প্রতি ভোটকেন্দ্রে ১০ জন পুুলিশ ও ৯ জন করে আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত আসনে ১২ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। ভোটার ১৮ হাজার ৮৭৭ জন। এরমধ্যে পুরুষ ৯ হাজার ১২২ জন ও নারী ৯ হাজার ৭৫৫ জন।
নবীগঞ্জ নির্বাচন কর্মকর্তা দেবশ্রী দাশ পার্লি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো মহিউদ্দিন জানান, একটি সুন্দও ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসনের পক্ষ সব কিছু করা হবে।
Leave a Reply