উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : উৎসব মুখর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দ্বিতীয় ধাপে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে বিএনপি প্রার্থী পুননির্বাচিত হয়েছেন; কিন্তু ফলাফল প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগ প্রার্থী। ফলে নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
নবীগঞ্জ পৌরসভা নির্বাচন ছিল সিলেট বিভাগের অন্যতম আলোচিত বিষয়। কারণ আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো শাহাব উদ্দিনের জামাতা গোলাম রসুল রাহেল চৌধুরী। তাই কারো কারো সন্দেহ ছিল, নির্বাচন প্রভাবিত হতে পারে।
নির্বাচনের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়। কোন ধরনের অনিয়ম বা গোলযোগের কোন অভিযোগ ছিলনা। প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দেন।
রাতে ফলাফল ঘোষণা করেন রির্টানিং অফিসার সাদেকুল ইসলাম। তিনি বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন, বিএনপি প্রার্থী বর্তমান মেয়র প্রার্থী ছাবির আহমদ চৌধুরীকে। মোট ১০টি কেন্দ্রে তার প্রাপ্ত ভোট ৫ হাজার ৭৪৯টি। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর প্রাপ্ত ভোট সংখ্যা হলো ৫ হাজার ৪৮৫। অর্থাৎ বিজয়ীর চেয়ে ২৬৪ ভোট কম। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম সুমন ২৬১৯ ভোট পেয়ে তৃতীয় বা সর্বনিম্ন স্থান লাভ করেন।
কিন্তু আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী তাৎক্ষণিক ফলাফল পরিবর্তনের অভিযোগ করে তা প্রত্যাখ্যান করেন।
নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থী অভিযোগ করেন, নহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ শেষে ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী তিনি ৯৯২ ভোট পান; কিন্ত সরকারি হিসেবে এই কেন্দ্রে তার প্রাপ্ত ভোট ৬৬৯টি। এভাবে ফলাফল টেম্পারিং করে তাকে পরাজিত দেখানো হয়েছে। তিনি আইনি লড়াইয়ে যাবেন।
সংবাদ সম্মেলনে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীও বক্তব্য রাখেন।
নির্বাচিত সাধারণ কাউন্সিলর : ১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো জাকির হোসেন, ২ নম্বর ওয়ার্ডে হয়েছেন আব্দুস ছোবহান, ৩ নম্বর ওয়ার্ডে মো নানু মিয়া, ৪ নম্বর ওয়ার্ডে যুবরাজ গোপ, ৫ নম্বর ওয়ার্ডে মো লুৎফুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জায়েদ চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো কবির মিয়া, ৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ ও ৯ নম্বর ওয়ার্ডে মো ফজল আহমদ চৌধুরী।
সংরক্ষিত (নারী) আসনে নির্বাচিত কাউন্সিলর : ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ফারজানা মিলন পারুল, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প‚র্ণিমা রানী দাশ এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম।
Leave a Reply