নবীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার ২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন ভূমিদাতাকে সম্মাননা প্রদান ও ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৩ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে বৃত্তি বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শুকবার বিকেলে পৌর ভবন প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার আতাউল গণি ওসমানী, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও নবীগঞ্জ জে কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ এল এম মাহবুব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, বৃত্তি কমিটির আহ্বায়ক কাউন্সিলর আলাউদ্দিন। প্যানেল মেয়র এ টি এম সালামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্যানেল মেয়র ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব ও উপজেলা পরিষদ শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির অধ্যক্ষ কাঞ্চন বণিক।
Leave a Reply