নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব নবীগঞ্জ, দিরাই ও হবিগঞ্জ থেকে ৫ জনকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল সোমবার (৩ ফেব্রæয়ারি/২০ মাঘ) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার খনকিনিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মৌলভীবাজার সদর মডেল থানার হত্যা মামলার প্রধান আসামি রায়হান মিয়াকে (২০, পিতা গোলাপ মিয়া, আগিউন, সদর, মৌলভীবাজার) গ্রেফতার করতে সক্ষম হয়।
একই দিন র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প যৌথভাবে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ৩৯ কেজি গাঁজা সহ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামের মো নাসির মিয়া (৫০, পিতা মৃত শমরাজ মিয়া) ও আলম মিয়া (১৯, পিতা ফজলুল হক) ্ওববং বাসুল্লা গ্রামের নাজিব মিয়াকে (২৫, পিতা মৃত আছন আলী) গ্রেফতার করা হয়।
এ সময় তাদের সঙ্গে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃতেএকটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
এর আগের দিন র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ সদর উপজেলার রাজিউরা ইউনিয়নের চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর মডেল থানার মামলার আসামি ডাকাত দলের সদস্য মো ছুরুক মিয়াকে (৩৫, পিতা বশর উদ্দিন, গয়েরপুর, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানাগুলোতে হস্তান্তর করা হয়েছে।