নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ আদ্যপাশা লোকনাথ মন্দির থেকে প্রদীপ করের নেতৃত্বে ত্রিকালদর্শী ব্রহ্মজ্ঞ পুরুষ লোকনাথ ব্রহ্মচারীর বারদী ধাম অভিমুখে পদব্রজে যাত্রা শুরু হয়েছে।
নবীগঞ্জ লোকনাথ মন্দির থেকে এই যাত্রায় ভক্তরা অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন, সুজিত পাল, শংকর দাশ, অখিল দাশ, কিরণ সাধু, বিপুল দাশ বিপ্লব, মিশু দাশ, রকি দাশ, রনি দাশ, নিলয় রায়, নীলকন্ঠ সূত্রধর, বিপুল দাশ, শ্যমল সরকার, সনজিত দাশ, বকুল দাশ ও সজল দাশ।
আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) পদযাত্রা বারদী ধাম গিয়ে পৌঁছবে বলে প্রদীপ কর সাধু জানিয়েছেন।