নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সোমবার (৪ নভেম্বর/১৯ কার্তিক) ভোররাতে দুই আসামি গ্রেফতার হয়েছে।
নবীগঞ্জ থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো কামাল হোসেনের দিক নির্দেশনায় এসআই মো তৌহিদুল ইসলাম ও এএসআই সুব্রত ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বাউসা ইউনিয়নের ইমামবাঐ গ্রামের মান্নান মিয়ার ছেলে মো হাশিম মিয়াকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার করেন।
এছাড়াও এসআই শুভ ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে একটি সিআর মামলার আসামি উপজেলার উত্তর গহরপুর গ্রামের মফিজ উল্লাহর ছেলে আফতাব উদ্দিনকে গ্রেফতার করেন।