হবিগঞ্জ প্রতিনিধি : বহিরাগত বখাটেদের হামলায় হবিগঞ্জের নবীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ সহ ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মাঝে অধ্যক্ষ ও দপ্তরি ফয়জুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অপরজন কলেজ ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এই ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং প্রায় ৩ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন। পরে ২৪ ঘণ্টার মধ্যে মূল হামলাকারীকে গ্রেফতারের দাবি জানিয়ে অবরোধ প্রত্যাহার করা হয়।
এদিকে হামলার পরপরই হামলাকারী দিপন আহমেদ মুন্না মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তবে তার সহযোগী হুমায়ুন কবিরকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, বখাটে দিপন আহমেদ মুন্না প্রায়ই উত্ত্যক্ত করতো ২য় বর্ষের ঐ ছাত্রীকে। এ ব্যাপারে ছাত্রী অধ্যক্ষ বরাবর অভিযোগ দিলে অধ্যক্ষ এ নিয়ে আলোচনার উদ্যোগ নেন। এ অবস্থায় হামলার ঘটনা ঘটে।
Leave a Reply