হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্য দিয়ে এ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলো।
শনিবার রয়েছে দিনব্যাপী অনুষ্ঠানমালা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে প্রধান অতিথি থাকার কথা রয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটায় নবীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি জে কে উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, ডা শফিকুর রহমান, মদনমোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, সাবেক পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী ও অন্যরা।
Leave a Reply