নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে ‘জলবায়ু পরিবর্তন, দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ খাদ্য উৎপাদনে নিশ্চয়তা বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিচালনায় জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদের সভপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. চম্পক কিশোর সাহা, ডা. অনুপম দাশ, ডা. আফজল হােসন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাদেক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল, উপসহকারী প্রকৌশলী রাসনান জনি, উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুন নাহার সুমা, অজিত কুমার দাশ, হোটেল মালিক উৎপল দাশ, তনয় কান্তি ঘোষ অঞ্জন ও অফিস সহকারী গণিউর রহমান রাসেল।
Leave a Reply