হবিগঞ্জের নবীগঞ্জে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে।
নবীগঞ্জ চলচ্চিত্র সংসদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার বিকেলে সার্কেল শিক্ষা, সেবা ও প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এর আয়োজন করা হয়। উদ্বোধন করেন, সিলেট মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ।
সংগঠনের সভাপতি আলী আহমেদ লায়েছের সভাপতিত্বে ও অনিক দাশ রাজনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, সার্কেল শিক্ষা, সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক সাইফুর রহমান খান, কীর্তিনারায়ন কলেজের অধ্যক্ষ ফয়জুর রব পনি, উপজেলা শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির অধ্যক্ষ কাঞ্চন বণিক, সাংবাদিক ছনি চৌধুরী, আনন্দ নিকেতনের সভাপতি জীবেশ চন্দ্র গোপ, অনিরুদ্ধ মহালদার, নবীগঞ্জ চলচ্চিত্র সংসদের উপদেষ্টা মাজাহারুল ইসলাম তারেক, সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য্য, আবু নাছের মোহাম্মদ ইকবাল, প্রীতম রায়, কৃপাময় দত্ত ইমন ও অজয় মালাকার।
Leave a Reply