নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সভা সোমবার সন্ধ্যায় মহানগরীর একটি অভিজাত হোটেলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মনসুর আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো আবুল ফজলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, আর্থ-সামাজিক উন্নয়নে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তা প্রশংসার দাবি রাখ।
এ সময় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, সৈয়দ মতিউর রহমান পিয়ারা, আব্দুল করিম দলা মিয়া, আবু ইউসুফ, বয়েত উল্লা, মো আমিনুজ্জামান জোয়াইর, মো মাহমুদ হাসান, এ আর চৌধুরী সেলিম, মো আশফাকুজ্জামান চৌধুরী, মো ফজলে রাব্বি, মো খুরশেদ আলী, ডা শাহ আজাদ আলী সুমন, সালেহ আহমদ, জাকারিয়া, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ। কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফিজ মাওলানা শফিউল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply