হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় কৃষিকাজ করার সময় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে এই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের জমিরুল মিয়ার ছেলে সাফিকুল ইসলাম (২৫) ও পশ্চিম বড় বাকৈর ইউনিয়নের চরগাঁও গ্রামের রবীন্দ্র বিশ্বাসের ছেলে অমর বিশ্বাস (১৫) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার চর নূরআহমেদ গ্রামের রজব আলীর ছেলে শাহিন মিয়া (১৭)।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মঈন খান এলিস জানান, ইমামবাড়ী বাজারের পাশে হাওরে বজ্রপাতে সাফিকুল ইসলাম নিহত হন। চরগাঁও গ্রামে বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান অমর বিশ্বাস। এছাড়া শানখলা গ্রামে জমিতে নিড়ানি দেওয়ার সময় বজ্রপাতে শাহিন মিয়ার মত্যু হয়।
তিনি আরও জানান, বজ্রপাতে নিহত তিন জনের পরিবারকে সরকারিভাবে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ ও চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ বজ্রপাতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
Leave a Reply