নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর ও নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মাহতাব মিয়াকে নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর ) সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো সেলিম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, মো আনোয়ার হোসেন মিঠু, সময় পত্রিকার সম্পাদক মো আলাউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ টি এম সালাম ও উত্তম কুমার পাল হিমেল, মুরাদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মো আলমগীর মিয়া, বর্তমান সহসভাপতি এম এ মুহিত, যুগ্মসাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী ও ছনি আহমেদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি, আবু তালেব ও মো গৌছুজ্জামান চৌধুরী সহ সাংবাদিক অঞ্জন রায়, সাগর আহমেদ, আলাল মিয়া, ইকবাল হোসেন তালুকদার, স্বপন রবি দাস, হুসাইন আহমদ, নূরুল আমিন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।