নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নবীগঞ্জ শেরপুর রোডে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনে বশির-হারুন পরিষদ সভাপতি, জ্যেষ্ঠ সহ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
৯টি পদে ১৭ জন প্রার্থী দুটি প্যানেলে প্রতিদ্ব›িদ্বতা করেন। এর মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় শংকর চন্দ্র দত্তকে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। মোট ৩১৭ জন ভোটারের মধ্যে ৩১২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ পরিদর্শন করেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক প্রদীপ রঞ্জন দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মো রুবেল মিয়া, সাংবাদিক সলিল বরন দাশ, সুলতান মাহমুদ প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন দীঘলবাঁক হাইস্কুলের প্রধান শিক্ষক নিজামুল ইসলাম। সহকারী কমিশনার ছিলেন জিএম সাহিদুল ইসলাম ও রাজিব চন্দ্র দাশ। প্রিজাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন নবীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক রেজাউল আলম, সহকারী প্রিজাইটিং অফিসার ছিলেন মো রুহুল আমীন, শাহীনুল ইসলাম, আব্দুল বারীক ও শাহালাল হোসেন।
Leave a Reply