হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গতিগোবিন্দ দাশের বিরুদ্ধে খেলার মাঠ দখল করে মাছ চাষের জন্যে পুকুর তৈরির অভিযোগ করা হয়েছে।
এই পুকুর তৈরির প্রতিবাদে ও খেলার মাঠটি পুনরুদ্ধারে দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দুর্গাপুর গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সুনিল গোপ, সুশাঙ্খ দাশ, যতিভূষণ দাশ, রাশেন্দ্র চন্দ্র দাশ, বাবুল দাশ ও রতন দাশ।
বক্তারা অবিলম্বে খেলার মাঠ দখল করে মাছ চাষের পুকুর তৈরি বন্ধে কার্যকর ভূমিকা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
এছাড়া নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।
মানববন্ধন শেষে গ্রামবাসী বিক্ষোভ মিছিল সহকারে নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড় পর্যন্ত যান।
Leave a Reply