নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। অন্যদের বক্তব্য রাখেন, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ জিলু, কেন্দ্রীয় যুবলীগ নেতা গাজী মো. শাহেদ, ওসি-তদন্ত আমিনুল ইসলাম, ব্যবসায়ী শাহ রিজভী আহমদ খালেদ, মোজাহিদ আহমদ, শামিম আহমদ, নির্মলেন্দু দাশ রানা, মুবাশ্বির আহমদ, মহিবুর রহমান আকল, আবু সালেহ প্রমূখ।
মতবিনিময় সভায় ব্যবসায়ীগণ সরকারের স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনায় সম্মতি প্রকাশ করেন।
Leave a Reply