নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামে হিন্দু সম্প্রদায়ের শ্মশানের ভূমি নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাবশালীদের অবৈধ দখল থেকে মুক্ত করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথকে সাথে নিয়ে সরজমিনে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে শ্মশানের ভূমি অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রায় ২শ বছর ধরে ১ একর ২১ শতক ভূমিতে পূজা ও কীর্তন সহ তাদের সব ধর্মীয় উৎসব পালন করে আসছিলেন। ব্যবহার করছিলেন শ্মশান হিসেবে; কিন্তু কয়েক বছর ধরে ঐ ভূমি দখল করতে মরিয়া হয়ে উঠে একটি চক্র। এই চক্র ঐ ভূমিতে বেশ কিছু গাছের চারা রোপণ করে। এ ব্যাপারে হিন্দু সম্প্রদায়ের লোকজন জেলা প্রশাসক বরাবর আবেদন জানালে প্রশাসন এগিয়ে এসে ভূমিটুকু উদ্ধার করে।
Leave a Reply