উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের ভোটে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী সর্বাধিক ভোট পেয়েছেন।
সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরতলির একটি কমিউনিটি সেন্টারে এক বিশাল কর্মীসভায় এই রায় দেয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন দলের জেলা সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ।
রাত ৮টার দিকে অনুষ্ঠিত হয় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ। এতে সর্বস্তরের নেতাকর্মীর ভোটে চেয়ারম্যান এবং পুরুষ ও নারী ভাইস চেয়্যারম্যান পদে প্রার্থী নির্ধারিত হয়। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রায় পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল। আর নারী ভাইস চেয়ারম্যান পদে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকলি। প্রধান অতিথি অ্যাডভোকেট আবু জাহির ফলাফল ঘোষণা করেন।
Leave a Reply