নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইজাজুর রহমান, ইমদাদুর রহমান মুকুল, অ্যাডভোকেট জাবিদ আলী, আশিক মিয়া, ছাইমুদ্দিন, আবু সিদ্দিক, বজলুর রশিদ, সত্যজিত দাশ, জাবেদুল আলম চৌধুরী সাজু প্রমুখ।
মাসিক সভায় প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত করার সিদ্ধান্ত নেয় হয়।
এছাড়া আউশকান্দি ইউপির ভূমিহীন সদস্য রহিমা বেগমের জমি এক সপ্তাহের মধ্যে দখল বুঝিয়ে দেয়ার সিন্ধান্ত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রোহিঙ্গাদের সাহায্যের নামে কোন ব্যক্তি বা সংগঠন তহবিল সংগ্রহ করতে পারবেন না।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাতে প্রতিটি মণ্ডপে ও বিভিন্ন সড়কে পুলিশ টহল জোরদার এবং নাশকতারোধে প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করার জন্যও অনুরোধ করা হয়।
Leave a Reply