নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা, থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, জাসদের সভাপতি আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা কমান্ডার নূর উদ্দিন বীর প্রতিক, জাতীয় পার্টির সভাপতি ডা আবুল খয়ের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইজাজুর রহমান, জাবেদ আলী, আশিক মিয়া, সত্যজিৎ দাশ, আবু সাঈদ এওলা, বজলুর রশিদ, ছাইম উদ্দিন, নজরুল ইসলাম, আবু সিদ্দিক, সাজু আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আওয়াল, মহিলা আওয়ামী লীগ নেতা সইফা রহমান কাকলী প্রমুখ।
সভায় নবীগঞ্জের কানাইপুর গ্রামে একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে হামলা ও লুটতরাজ সহ বিভিন্ন অপকর্ম বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়া, মাদক, জুয়া, চুরি, ডাকাতি, খুন, অপহরণ ও মিথ্যা মামলার প্রবণতা সহ সকল অপরাধ ও অপরাধ প্রবণতা হ্রাস করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply